ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

খুলনা: খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ডাকা বৃহস্পতিবারের (১৭ ফেব্রুয়ারি) ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমাদের সংগঠনগুলোর একটি বৈঠক হয়েছে।

সেখানে সিদ্ধান্ত হয় ৫ মার্চের মধ্য দাবি পূরণ করা হবে। দাবিগুলো পূরণের আশ্বাসের প্রেক্ষিতে ১০ মার্চ পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।  

এর আগে জ্বালানি তেল বিপণনে কমিশন বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে বৃহস্পতিবার থেকে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুরে ১৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল জ্বালানি তেল ব্যবসায়ীরা।

বাংলাদেশ তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছিল।

বাংলাদেশ সময় ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এমআরএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।