ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
শরীয়তপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ শরীয়তপুর

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে মৃত শাহানাজ বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

শাহানাজ সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সির মেয়ে ও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুরান বাজার এলাকার রুবেল হাসানের সঙ্গে শাহানাজের ১১ বছর আগে বিয়ে হয়। সম্প্রতি শাহানাজকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন রুবেল। এ নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে ওই দম্পতির ছেলে-মেয়ে সখিপুরের সরদারকান্দি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যায় চাঁদপুরে যাওয়ার সময় ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ছেলে সোহানের (৯) সামনেই রুবেল তার স্ত্রী শাহানাজকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে রাতে পুলিশ শাহানাজের মরদেহ উদ্ধার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী তার স্ত্রীকে হত্যা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।