ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা অসহায় দুস্থ সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার দুস্থ ও অসহায় দুই হাজার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী সহায়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা।  

সাহায্য সহযোগিতার মধ্যে রয়েছে ১ হাজার কম্বল ও ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী।

খাবার প্যাকেটে ছিল চাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।

গত ১৩ ফেব্রুয়ারি থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) এই চার দিনে সেনা সদস্যরা এসব সহায়তা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেন।

এ সময় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ বাংলানিউজকে বলেন, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের দিক নির্দেশনায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।