ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২  দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২ 

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া এলাকায় বেড়াতে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দু’জনের মধ্যে একজনের নাম সবুজ মিয়া। তিনি নেত্রকোনা পুলিশ লাইনে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। আর নিহত অন্যজনের নাম ইনসান। এদের দু’জনের বাড়ি শেরপুর জেলায়।

জানা গেছে, বিকেল ৫টার দিকে কলামাকান্দায় চারটি মোটরসাইকেলে করে আরোহীরা বেড়াতে গিয়েছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দু’জন ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।