ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিলল ডাউকি নদীতে 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিলল ডাউকি নদীতে  নাজিম উদ্দিন

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে নিখোঁজের ৩ দিন পর ডাউকি নদীতে মিলল ব্যবসায়ীর মরদেহ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।  

নাজিম উদ্দিন পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের পরিবারের লোকজনের দাবি, ঘাতকরা পরিকল্পিতভাবে নিজাম উদ্দিনকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ভোরে জাফলং যাওয়ার উদ্দেশে বের হন নাজিম উদ্দিন। সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এনইউ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।