ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

শাহজালাল সার কারখানার ৮ জনের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
শাহজালাল সার কারখানার ৮ জনের নামে মামলা

সিলেট: ফেঞ্চুগঞ্জে শাহজালাল সারকারখানার দুই কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশন, সিলেটের উপপরিচালক নুর ই আলম বাদী হয়ে মঙ্গলবার ৮ জনের নামে সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে ১১টি মামলা দায়ের করেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) আদালত মামলাগুলো গ্রহণ করে নির্দেশনা দেন।

মামলায় অভিযুক্তরা হলেন—ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার সাবেক সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান (বরখাস্তকৃত) খোন্দকার মুহাম্মদ ইকবাল এবং প্রকল্পের সাবেক রসায়নবিদ (বরখাস্তকৃত) নেছার উদ্দিন আহমদ। এছাড়া মামলায় মুহাম্মদ ইকবালের স্ত্রী ও শ্যালক এবং কয়েকজন ঠিকাদারকে অভিযুক্ত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন, সিলেটের উপপরিচালক নুর ই আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বিল ভাউচার জালিয়াতি করে ১২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিনি বাদী হয়ে ১১টি মামলা দায়ের করেছেন। আদালতে দায়ের মামলাগুলো ঊর্ধ্বতনদের নির্দেশে তিনি নিজেই তদন্ত করবেন।

প্রায় ২ বছর ধরে এই ঘটনার তদন্ত করছে দুদক। তদন্তে সত্যতা পেয়ে মামলা দায়ের করেছেন জানিয়ে নুর ই আলম বলেন, এর আগে একই কায়দায় ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৪ আগস্ট এ দুই কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করে দুদক।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।