ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারী যানের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
ভারী যানের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহবাগে মিক্সার মেশিন বহনকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে খাদেমুল ইসলাম (৩০) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে শাহবাগের আব্দুল গনি রোড শিক্ষা ভবনের উত্তর পাশের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় ওই ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছিলেন। তখন একটি মিক্সার মেশিন বহনকারী গাড়ি চাপায় ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান তিনি। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ হেফাজতে আছেন।

উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি জানিয়েছেন, নিহত খাদেমুল পেশায় ব্যবসায়ী ছিলেন। মিরপুর শাহ আলী এলাকায় থাকলেও তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এজেডএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।