ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের উপসহকারী পরিচালককে অপসারণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
দুদকের উপসহকারী পরিচালককে অপসারণ 

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি হতে অপসারণ করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)- তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন, উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী-কে চাকরি হতে অপসারণ করা হয়।

বিধি মোতাবেক তিনি ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বুধবার অপরাহ্ণ থেকে এই আদেশ কার্যকর বলে গণ্য হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসএমএকে/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।