ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা

মেয়র লিটন-ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
মেয়র লিটন-ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময় রাসিক মেয়র লিটনের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

রাজশাহী: বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ আয়োজন উপলক্ষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নগর ভবনে এ সভা হয়।

 

সভায় আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ এর প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন তারা।

মুজিব শতবর্ষে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছরপূর্তিতে চার দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় উভয় দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিরা সাংস্কৃতিক উৎসবে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।