ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে টমটম-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
পটুয়াখালীতে টমটম-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১  ফাইল ছবি

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান তালুকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শাকিল (৩০) ও ইমন হোসেন (২০) নামের দুই যুবক।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

জানা যায়, বুধবার রাতে বালিয়াতলী এলাকা থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় টমটমটি উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সোবহানকে আঘাত করে।  

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের ওই দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছে।  

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। টমটম ও মোটরসাইকেলটিকে জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।