ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

পৌনে দুই লাখ ইয়াবাসহ মাদককারবারি রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
পৌনে দুই লাখ ইয়াবাসহ মাদককারবারি রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার ১০ নম্বর শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে এক লাখ ৬৯ হাজার পিস ইয়াবাসহ সাদেক হোসেন (২৫) নামে এক রোহিঙ্গা মাদককারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাদেক উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১৬ ব্লকের মীর আহমদের ছেলে।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বাংলানিউজকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান এনে পাচারের উদ্দেশে উখিয়া ১০ নম্বর ক্যাম্পের একটি বাড়িতে মজুদ করা হয়েছে এমন গোপন খবর পেয়ে এপিবিএনের বিশেষ একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে সাদেককে আটক করা হয়। পরে সাদেকের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে এক লাখ ৬৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সাদেকে উখিয়া থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।