ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় দেখে ফুফুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় দেখে ফুফুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছুরিকাঘাতের ঘটনায় ভাতিজার রক্তাক্ত অবস্থায় দেখে হৃদযন্ত্রের ক্রিয়া (হার্ট অ্যাটাক) বন্ধ হয়ে মিনা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় অভিযুক্ত রাশেদুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তুচ্ছ ঘটনার জেরে উপজেলা সদরের কিশামত পুনকর এলাকায় রাজমিস্ত্রি এনামুল হকের (৩২) সঙ্গে একই এলাকার রাশেদুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদুলের ছুরিকাঘাতে গুরুত্বর আহত হন এনামুল। এ খবর পেয়ে ভাতিজাকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসেন এনামুলের ফুফু মিনা। এ সময় ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় দেখে এনামুলের ফুফু মিনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বাংলানিউজকে জানান, অর্থ লেনদেন সম্পর্কিত বিষয়ে ওই দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এনামুলের ফুফু মিনা দৌঁড়ে ঘটনাস্থলে এসে ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় দেখে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।