ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
১০ লাখ টাকার হেরোইনসহ আটক ১ আটক মুসতাকিন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ১০৫ গ্রাম হেরোইনসহ মো. মুসতাকিন নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা। জব্দ হেরোইনের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার বাইপাইল থেকে তাকে আটক করা হয়। মুসতাকিন রাজশাহী জেলার বাসিন্দা।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোরের দিকে বাইপাইল এলাকা থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ১০৫ গ্রাম হেরোইনসহ মাদকবিক্রেতা মুসতাকিনকে আটক করা হয়। এ ব্যাপারে তার নামে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।