ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল বাংলানিউজকে জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে একটি ট্রাক সাগরদিঘী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা সাগরদিঘী থেকে চরজন যাত্রী নিয়ে যাচ্ছিলো অটোরিকশাটি। আটোরিকশাটি মধুপুর এলে টা্রাকটি ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।