খুলনা: খুলনায় ঝড়ে ভেঙে পড়া নারকেল গাছের নিচে পড়ে কৃষ্ণা পাল (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষ্ণা পাল ওই এলাকার নিখিল পালের স্ত্রী। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তার স্বামী জানান, সন্ধ্যায় কৃষ্ণা বাড়ির উঠানে টিউবয়েলের কাছে গিয়েছিলেন। এ সময়ে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে ভেঙে পড়া নারকেল গাছে কৃষ্ণা আহত হলে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পিকিং বলেন, কৃষ্ণা পালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমআরএম/কেএআর