নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়িতে পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার সিএনজি অটোরিকশা চালক পারভেজ (৩৫), সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মোবারক মাস্টার বাড়ির মৃত তবারক উল্যাহর ছেলে মামুনুর রহমান (৪০), যশোর জেলার জসিম (৪০) ও অজ্ঞাতপরিচয় (৪২)।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আহমদ উল্যাহ সবুজ জানান, বেপরোয়া গতিতে আসা পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। পরবর্তীকালে হাসপাতালে নেওয়ার পর মামুনুর রহমান (৪০) মারা যান।
এ তথ্য নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বাংলানিউজকে জানান, নিহত চারজনের মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআরএস