ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়িতে পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
সোনাইমুড়িতে পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪  বাংলানিউজ ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়িতে পিকআপভ্যানের সঙ্গে সিএন‌জিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘ‌র্ষে চারজন নিহত হ‌য়েছেন।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে এ ঘটনা ঘ‌টে।



নিহতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার সিএনজি অটোরিকশা চালক পারভেজ (৩৫),  সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মোবারক মাস্টার বাড়ির মৃত তবারক উল্যাহর ছেলে মামুনুর রহমান (৪০), যশোর জেলার জসিম (৪০) ও অজ্ঞাতপরিচয় (৪২)।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আহমদ উল্যাহ সবুজ জানান, বেপরোয়া গতিতে আসা পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। পরবর্তীকালে হাসপাতালে নেওয়ার পর মামুনুর রহমান (৪০) মারা যান।

এ তথ্য নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বাংলানিউজকে জানান, নিহত চারজনের মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।