গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাসনাহেনা (১২) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের পাশে সরোবর নামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসনাহেনা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়ার হাসানুর রহমানের মেয়ে।
স্থানীয়া জানান, আজ দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের সরকারি কলেজের পাশে বর্ধনকুঠি এলাকার একটি পুকুরে শিশুটির বস্তাবন্দি অবস্থায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত মেয়েটির পরিবার জানায়, কিছুদিন ধরে হাসনাহেনা তার মাসহ একই উপজেলার সাতাইল বাতাইল গ্রামের মামা সাইফুল ইসলামের বাড়িতে বসবাস করতো। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মেয়েটি নিখোঁজ হলে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়। রোববার দুপুরে পুকুরে মেয়েটির বস্তাবন্দি ভারমান মরদেহ মেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এএটি