ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. শরীফ জাকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া-আটরশি ফিডার সড়কের মানিকদাহ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, জাকির হোসেন রাস্তার পাশে হাঁটার সময়ে অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। তার পা ও শরীরের তিনটি হাড় ভেঙে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এনটি