জামালপুর: জামালপুরের মেলান্দহে বিয়ের প্রলোভনে ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. বিলাসকে (২০) আটক করেছে পুলিশ।
রোববার ভোর রাতে উপজেলার আদ্রা ইউনিয়নের টনকিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতে তাকে হাজির করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, উপজেলার টনকি গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে পড়াতেন স্কুল শিক্ষক মো. বিলাস। গত এক বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে সঙ্গে শারীরিক সর্ম্পক করেন। এক পর্যায়ে ওই ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে পুলিশ শনিবার দিনগত গভীর রাতে স্কুলশিক্ষক বিলাসকে আটক করে। সে আদ্রা ইউনিয়নের আজগর আলীর ছেলে ও আদ্রা জিনিয়াস স্কুলের সহকারী শিক্ষক।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী তার নামে মেলান্দহ থানায় মামলা করেছে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড