ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই চেয়ারম্যানের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই চেয়ারম্যানের নামে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুলের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন গ্রহণ করে সেটি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে উপজেলার চেঙ্গাকান্দী পাইকপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে মো. ফারুক সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলাটির জন্য আবেদন করেছিলেন।

এ বিষয়ে মামলার বাদী ফারুক বলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ওয়াজ মাহফিলে বিরূপ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্যে মানহানি হয়েছে। এজন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন তাহলে অনুমতি লাগবে মন্তব্য করেন ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল।

সেই ওয়াজ মহফিলে লায়ন বাবুল বলেছিলেন, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমার এলাকাতে আমি ম্যাজিস্ট্রেট। আমি যা বলবো তাই হবে। আমি যদি সুইচ অফ বলি তাহলে সেটাই হবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে। কারও ফোনে প্রশাসন আসবে না।

ইতোমধ্যে তাকে জেলা আওয়ামীলীগ থেকে শোকজ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি ও কেন্দ্রে স্থায়ীভাবে তাকে বহিষ্কারের সুপারিশ করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, সেই চেয়ারম্যানকে আ.লীগের শোকজ

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।