ঢাকা: আপত্তিকর ছবি ধারণ ও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. মিজানুর রহমান।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে মগবাজার মসজিদ গলি থেকে গ্রেফতার করা হয়।
ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, গোপনে আপত্তিকর ছবি ধারণ ও পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা হয়। এ মামলার ছায়াতদন্ত করে ডিবি উত্তরা জোনাল টিম। এক পর্যায়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে রোববার রাতে মগবাজার মসজিদ গলি থেকে মিজানুর রহমান নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এজেডএস