ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অবসরে গেলেন রাজশাহীর জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
অবসরে গেলেন রাজশাহীর জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা

রাজশাহী: অবসরে গেলেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মহা. শামসুজ্জামান। সোমবার (২৮ ফেব্রুয়ারি) তার চাকরি জীবন শেষ হলো।

আজই তার কর্মজীবনের শেষ দিন ছিল।

কর্মজীবন থেকে অবসর উপলক্ষে আজ রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে তার অবসরকালীন জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শামসুজ্জামান ১৯৯৪ সালে সহকারী তথ্য কর্মকর্তা হিসেবে নওগাঁ জেলা তথ্য অফিসে যোগদান করেন। চাকরি জীবনে তিনি নওগাঁ, রাজশাহী, কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসে তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

এছাড়া তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কিছুকাল উপ-পরিচালক পদে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।