ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
দৌলতদিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড 

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তিন মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ক্যানালঘাট, পোড়াভিটা, পতিতালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে হেরোইন ও গাঁজা সেবনের দায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতদিয়া ৪ নম্বর ওয়ার্ড কিয়ামুদ্দিন মোল্লাপাড়ার মো. তালেব সরদারের ছেলে নুরু সরদার (৩৮), ৫ নম্বর ওয়ার্ডের পোড়াভিটা এলাকার সিরু মোল্লার ছেলে তপু মোল্লা (২৪), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা গ্রামের আখের মোল্লার ছেলে আশিক মোল্লা (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।