ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে ১১ মামলায় ৫২০০ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
কাপ্তাইয়ে  ১১ মামলায় ৫২০০ টাকা জরিমানা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলায় ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলার ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়- সোমবার অভিযানে উপজেলার কাপ্তাই সড়কের রেশম বাগান এলাকায় পুলিশের চেকপোস্ট বসে। উপজেলা সদর বড়ইছড়িতে ২০১৮ এর সড়ক পরিবহন আইনে হেলমেট, গাড়ির লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে ১১টি মামলায় ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও রেশম বাগান পুলিশ চেকপোস্টের পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।