ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলডেবা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ভোরে এ অভিযান চালানো হয়।  

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি দল গোলডেবা এলাকার গহীন পাহাড়ে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পাচারকারীরা একটি বস্তা পেলে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত এসব ইয়াবার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।