ঢাকা: বাংলাদেশ ২০২২ সালের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির-ডব্লিউএফপি কার্যনির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। রোমে ৩৬ সদস্যের কার্যনির্বাহী বোর্ড ২৮ ফেব্রুয়ারি প্রথম নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে ২০২২ সালের জন্য বোর্ডের সভাপতি নির্বাচিত করেছে।
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংঘাত-আক্রান্ত দেশগুলোতে এবং বর্তমান কোভিড-১৯ মহামারীতে জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে ডব্লিউএফপির প্রচেষ্টায় বাংলাদেশ বোর্ডের নেতৃত্ব দেবে।
অধিবেশনে শামীম আহসান বলেন, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনসংখ্যার খাদ্য নিরাপত্তায় জন্য এই সংস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে ডব্লিউএফপিকে দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা
আমাদের দায়িত্ব।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০২২
টিআর/কেএআর