ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে নতুন ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০২২
শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে নতুন ডিজি

ঢাকা: শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।  

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া আরও চার অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে।  

‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ পেয়েছেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) আনিস মাহমুদ।

অপর আদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম ও অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফাকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।  

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. এ খালেক মল্লিককে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।