ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ভাই-ভাতিজার লাঠির আঘাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২২
ঝিনাইদহে ভাই-ভাতিজার লাঠির আঘাতে কৃষক নিহত প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামে বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, বাঁশ কাটা নিয়ে আতিয়ার রহমান ও তার ছোট ভাই আল আমিনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে গেলে আতিয়ারকে বাধা দেন তার ভাই আল আমিন ও ভাতিজা রমজান আলী। কথা কাটাকাটির একপর্যায়ে আল আমিন ও তার পরিবারের সদস্যরা আতিয়ারকে লাঠি দিয়ে মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতিয়ার। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা আতিয়ারের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।