মাদারীপুর: মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব বেপারী (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রবিন বেপারী (২১) নামে আরও একজন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
রাকিব সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। আহত রবিন একই বাড়ির শাহা বেপারীর ছেলে।
জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামের খোকন মাদবরের বাড়ির পাশে একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে খালে পড়ে যায় রাকিব। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন রবিন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০২২
জেডএ