কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে রমনা বাজার-রংপুর,কাউনিয়া-রমনা বাজার রেলপথে চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(১মার্চ) সকাল ৮টায় রমনা বাজার স্টেশনে চিলমারী কমিউটার নামে ওই ট্রেনের ফিতা কেটে পতাকা উড়িয়ে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এমপি।
চিলমারী কমিউটার নামের এই মেইল ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে। আবার লালমনিরহাট থেকে ছেড়ে ওই ট্রেনটি কাউনিয়া হয়ে রমনা বাজার আসবে বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিন্ত্রী বলেন, এই ট্রেন উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘ স্বপ্নের বাস্তব রূপায়ন হয়েছে, এ ট্রেন একদিকে যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করবে অন্যদিকে চিলমারী বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে দেশেরে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, রেল যোগাযোগ ছাড়াও চিলমারীতে আধুনিক নৌ-বন্দর স্থাপন করা হবে যা নদী বিধৌত এ অঞ্চলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,অতিরিক্ত সচিব (অব.) বদরুল আলম বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ,বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী শাহিনুর আলম।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এসআইএস