ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাসহ মোট ৬০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে আগামী ৬ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পন করতে বলা হয়েছে। অন্যথায় ৭ মার্চ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তালিকা দেখতে ক্লিক করুন:
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
পিএম/আরআইএস