ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি জমির মাটি ইটভাটায়, তিনজনকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১, ২০২২
কৃষি জমির মাটি ইটভাটায়, তিনজনকে জরিমানা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষি জমির টপ সয়েল কেটে বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার ও ভাটায় ইট তৈরি করায় তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার নোয়াগাঁও, ভোলাকোট ও পানিয়ালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

 

তিনি জানান, কৃষি জমির টপ সয়েল কেটে বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার ও ইটভাটায় মাটির ব্যবহার রোধে অভিযান চালানো হয়েছে।  

এসময় ভেকু ব্যবহার করে কৃষি জমির মাটি কেটে ইটভাটা মালিকদের কাছে বিক্রি এবং অবৈধ ট্রলি ব্যবহার করে মাটি ও ইট পরিবহনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ও সড়ক পরিবহন আইনে তিন ব্যক্তিকে পৃথক তিনটি মামলায় মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ০১ মার্চ, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।