ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০২২
যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফেনসিডিলসহ মো. আল আমিন (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (০১ মার্চ) সকালে সায়েদাবাদ এলাকায় ৩০৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন আল আমিন।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, আল আমিন একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এসজেএ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।