ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকের বাড়িতে হামলা: নারায়ণগঞ্জের ৭১ কবি-লেখক-শিল্পীর বিবৃতি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০২২
শিক্ষকের বাড়িতে হামলা: নারায়ণগঞ্জের ৭১ কবি-লেখক-শিল্পীর বিবৃতি 

ঢাকা: সোনারগাঁয়ের নুনেরটেকের ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’র প্রধান শিক্ষকের বাড়িতে হামলা ও তার পরিবারকে হত্যার হুমকি এবং স্কুলের পাঠদান বন্ধ করার পাঁয়তারার প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জের ৭১ জন কবি-লেখক-শিল্পী, শিক্ষক, সাংবাদিক এবং সংস্কৃতি ও মানবাধিকারকর্মী।

মঙ্গলবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, গত ২২ জানুয়ারি সোনারগাঁয়ের নুনেরটেকের ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’র প্রধান শিক্ষকের বাড়িতে নৃশংস হামলার ঘটনায় আমরা ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। এ ঘটনার পরে হামলাকারী দুর্বৃত্তদের কার্যক্রমে জনমনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা দ্রুত এ অবস্থার সুষ্ঠু পরিসমাপ্তি দাবি করছি। এছাড়া আমরা শিক্ষক পরিবার, স্কুল ও এলাকায় শিক্ষার পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। দেশের প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার অধিকার আমাদের সংবিধান নিশ্চিত করেছে, আমরা তার ব্যত্যয় দেখতে চাই না।  

বিবৃতিতে সই করেছেন, রফিউর রাব্বি, রথীন চক্রবর্তী, হালিম আজাদ, মাহবুবুর রহমান মাসুম, শামসুল আলম আজাদ, ভবানী শঙ্কর রায়, জাহিদুল হক দীপু, জিয়াউল ইসলাম কাজল, প্রদীপ ঘোষ বাবু, শহীদ আহমেদ মিঠু, ধীমান সাহা জুয়েল, শাহেদ কায়েস, মাইনুদ্দিন মানিক, রহমান মুজিব, শংকর প্রকাশ, নাফিজ আশরাফ, আরিফ বুলবুল, শাহীন মাহমুদ, শরীফ উদ্দিন সবুজ, মাকসুদ ইবনে রহমান, আফসার বিপুল, রঘু অভিজিৎ রায়, অসিত কুমার, বাদল শাহ্‌ আলম, কাজল কানন, ফাহমিদা আজাদ, অমল আকাশ, দীনা তাজরীন, শাকিল আহমেদ সাজু, কৃতী কণিকা, হাসান জাফরুল বিপুল, জীবন চৌধুরী, অঞ্জন দাস, রইস মুকুল, মনি সুপান্থ, জিয়াবুল ইমন, ইয়াসমিন জাহান নূপুর, মো. নাসির উদ্দীন, সুমনা আক্তার, রহমান সিদ্দিক, লাকী ওসমান, জাকির বিপুল, মাহবুব সাদিক, পিনটু  সাহা, সুমিত রায়, পলাশ দে, ইয়াহিয়া আরজু, আলম আলোক, মোয়াজ্জেনুল হক, সাইফুল আলম নান্টু, রোকেয়া আক্তার, রবিউল হুসাইন, এরশাদ হুসাইন অন্য, সুজয় রায় চৌধুরী বিকু, ফারুক মহসিন, আহমেদ বাবলু, রাশীদ রবি, মিজানুর রহমান মামুন, হাসান মাহমুদ রিপন, মোকাররম হোসেন মামুন, মিলন মাহমুদ, আবিদা রুনা, গোলাম রব্বানী শিমুল, অঙ্কন রানা, রাজলক্ষ্মী, অরিন্দম পাল ঝিনুক, মোহাম্মদ শাহ্‌ আলম, দিনার মাহমুদ, জোহার জোয়ার, অভি জাহিদ ও অপার অরণ্য।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।