ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়া

দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবারকে ধর্ম প্রতিমন্ত্রীর সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১, ২০২২
দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবারকে ধর্ম প্রতিমন্ত্রীর সহায়তা ছবি: বাংলানিউজ

কক্সবাজার: চকরিয়ার ডুলাহাজারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। একইসঙ্গে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (০১ মার্চ) নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা দেওয়ার সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। এখানেও ব্যতিক্রম হবে না। সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আর এটি পরিকল্পিত না দুর্ঘটনা―যাই হোক না কেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

এদিন মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে আহত অপর বোনকে দেখতে যান প্রতিমন্ত্রী।

এর আগে নিহত ও আহত নয় পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা করে সাড়ে চার লাখ টাকা হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (এমপি) জাফর আলমের স্ত্রী শাহেদা জাফরও এক লাখ টাকা অর্থ সহায়তা দেন। পরে মালুমঘাট স্টেশন সংলগ্ন মাঠে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র এমপি, মনরোঞ্জন শীল গোপাল এমপি, সুব্রত পাল, জাফর আলম এমপি, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ট্রাস্টের সাবেক সচিব অশোক মাধব রায় ও বাবুল শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়ুয়া, স্থানীয জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।