ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কল্যাণপুরে ইয়াবাসহ গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১, ২০২২
কল্যাণপুরে ইয়াবাসহ গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিরপুর মডেল থানা পুলিশ।

তারা হলেন মো. মনির হোসেন, মো. বাদশা আলম, মো. জুবায়ের ও মো. মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (১ মার্চ) ডিএমপির মিরপুর থানা বিষয়টি নিশ্চিত করছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

 মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, নিয়মিত টহল ডিউটির সময় এসআই মো. মফিজুর রহমান গোপন সূত্রে সংবাদ পান যে, কতিপয় মাদক ব্যবসায়ী কল্যাণপুর বাসস্ট্যান্ডের পাশে মিজান টাওয়ারের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালালে  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। এ সময় মনির, বাদশা, জুবায়ের ও মাজহারুল নামের চারজনকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ১ মার্চ, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।