বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মংয়ইপ্রু মারমা নামে হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সেনাবাহিনীর একটি দল উপজেলার আন্তাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে রোয়াংছড়ি সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় মংসিংশৈ মারমাকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় অভিযুক্ত আসামি মংয়ইপ্রু। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এনএসআর