ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ১, ২০২২
গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে রুপালী রানী (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুপালী উপজেলার সাপামারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের সুজন শীলের স্ত্রী।

গেবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলু জানান, রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দুইটি বাস প্রতিযোগিতামূলক ভাবে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে চাপড়ীগঞ্জ এলাকায় সরকার পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে রুপালী রানী নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন  বাসটির আরও ৭ যাত্রী।  

আহতদের উদ্ধার করে গোবিন্দঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম জানা যায়নি।

 বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ১ মার্চ, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।