ভোলা: জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা, তেঁতুলিয়া ও মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার ১২ জেলেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ মার্চ) সকালে নিষেধাজ্ঞার প্রথম দিন এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্বাস, আছব আলী, দুলাল, শরীফ, রাসেল, মান্নান, আমির, ফয়সাল সুজন, আফসার, লিটন ও জাহাঙ্গীর।
এসময় জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল।
জেলে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ ও নিগার সুলতানার নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের যৌথ টিম ভোলার ওপর দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় মেঘনা নদীর ইলিশা ও কাচিয়া পয়েন্টে মাছ ধরার সময় ১২ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা, পদ্মা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এসআই