শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় দু’টি দেশীয় পাইপগান, ২০ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ দু’জনকে আটক করেছে র্যাব।
সোমবার (১ মার্চ) রাতে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জামালপুর ইসলামপুর উপজেলার সভাচর গ্রামের মোজাম্মেল হকের ছেলে এরশাদ আলী (৩৫) ও একই এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল জলিল (২২)।
মঙ্গলবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রাতে ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে নকলা পৌরসভাধীন ঢাকা-শেরপুর মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় দেশীয় দু’টি পাইপগান, ২০ কেজি গাঁজা, নগদ সাড়ে তিন হাজার টাকা, সিমসহ তিনটি মোবাইল ফোন, একটি পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়।
আটক এরশাদ আলীর নামে ইসলামপুর ও মেলান্দহ থানায় দু’টি চুরির মামলা রয়েছে।
জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটক দু’জন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এসআই