ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইল জার্নালিজমের ওপর প্রশিক্ষণ চলছে বাগেরহাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০২২
মোবাইল  জার্নালিজমের ওপর প্রশিক্ষণ চলছে বাগেরহাটে

বাগেরহাট: বাগেরহাটে মোবাইল জার্নালিজমের ওপর তিনদিনব্যাপী প্রশিক্ষণ চলছে।

মঙ্গলবার (০১ মার্চ) সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, পিআইবির প্রশিক্ষক মো. শাহ আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমদিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট চেকিং স্পেশালিস্ট সাহস মোস্তাফিজ।

এ প্রশিক্ষণে বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।  

এতে মোবাইল ফোনে ভিডিও ধারণ, ভিডিও সম্পাদনা, স্টোরি তৈরিসহ মোবাইল সাংবাদিকতার নানা দিক প্রশিক্ষণ দেওয়া হবে।  

বৃহস্পতিবার বিকেল ৫টায় সমাপনী অণুষ্ঠান ও সনদ বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ শেষ হবে।
 
বাংলাদেশ  সময়: ৯১৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।