নড়াইল: নড়াইলের নড়াগাতিতে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চর বল্লাহাটি গ্রামের আঠারো বাকি নদীর চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই চরের ফরিদ মুন্সীর আম বাগানের একটি নালার মধ্যে মরদেহটি পড়ে ছিল। গলিত মরদেহটি চেনার উপায় নেই। মরদেহের পরনে কালো বোরকা আছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ১৫-২০ দিন আগে ওই নারী মারা গেছেন। পঁচে যাওয়ায় তাকে চেনা যাচ্ছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
জেডএ