ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাহানপুরে বাসায় নারীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মার্চ ১, ২০২২
শাহজাহানপুরে বাসায় নারীর ঝুলন্ত মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তর শাহজাহানপুরের একটি বাসা থেকে মাহমুদা সুলতানা (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাহমুদার স্বামী ঠিকাদারী ব্যবসায়ী আ. বাতেন জানান, দুইদিন বোন রুমানা সিকদারের বাসায় ছিলেন মাহমুদা। আজ দুপুরেই তিনি বাসায় ফেরেন। সব কিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর তিনি রুমের দরজা বন্ধ করে দেন। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কী কারণে তিন সন্তানের জননী মাহমুদা গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. হাকিম জানান, উত্তর শাহজাহানপুর ২৭২/এফ নম্বর বাড়ির ৭ম তলা থেকে মাহমুদার মরদেহটি উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল মাহমুদা। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।