বেনাপোল (যশোর): যশোরের শার্শায় বিভিন্ন দোকানে ম্যাজিস্ট্রেটের পরিচয়ে অভিযান চালানোর সময় সুরাইয়া আক্তার মিষ্টি (২২) নামে এক নারীকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে শার্শা উপজেলার উলাশি বাজার থেকে তাকে আটক করা হয়।
সুরাইয়া আক্তার সাতক্ষীরা জেলার কেরালকাতা ইউনিয়নের আব্দুর রহিমের মেয়ে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, উপজেলার উলাশি বাজারে বিভিন্ন মুদি দোকানে ঢুকে সুরাইয়া নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল থাকায় তিনি দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেন। এ সময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানায় ঘটনাটি জানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট সুরাইয়াকে আটক করে।
তিনি বলেন, সুরাইয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে বুধবার (২ মার্চ) যশোর আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
জেডএ