ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় তাসমিয়া (৫) নামে মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার উত্তমপুর বাজারে এ ঘটনা ঘটে।
তাসমিয়া ওই উপজেলার আধাখোলা গ্রামের সৌদি প্রবাসী মো. এনামুল হোসেনের মেয়ে। সে উত্তমপুর মোহাম্মদীয়া নূরানী কিন্ডার গার্টেনের ছাত্রী।
তাসমিয়ার দাদা মো. হাবিব হোসেন জানান, সকালে তাসমিয়া তার মা জাহানারা বেগম পুতুলের সঙ্গে রাস্তার পাশ দিয়ে মাদরাসায় যাচ্ছিল। এ সময় সামনে থেকে একটি ট্রলির ধাক্কায় গুরুত্বর আহত হয় শিশুটি। এ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাসমিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাসমিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসআরএস