ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে মাইক্রোবাস ছিনতাই করতে চালককে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
পঞ্চগড়ে মাইক্রোবাস ছিনতাই করতে চালককে হত্যাচেষ্টা

পঞ্চগড়: পঞ্চগড়ে মাইক্রোবাস ছিনতাইয়ের উদ্দেশে কামরুল ইসলাম সুমন (৩৪) নামে এক চালককে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি রংপুর মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন।

 

মঙ্গলবার (৮ মার্চ) রাত ৮টায় পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাঁচা রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুমন পঞ্চগড় সদরের মিলগেট এলাকার দবিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সুমনের কাছে দুইজন লোক মাইক্রোবাস ভাড়া করতে আসে দেবীগঞ্জ যাওয়ার জন্য। পঞ্চগড়ের মাইক্রো স্টান থেকে ভাড়া হওয়ার পর ওই দুইজন লোকসহ তারা মাইক্রোবাস নিয়ে খোলাপাড়া স্কুলের সামনে আসে। খোলাপাড়ায় ওই চালককে হত্যার চেষ্টায় ছুরি দিয়ে যাত্রীবেশী ছিনতাইকারীরা এলোপাতাড়ি আঘাত করে। এসময় চালকের চিৎকার শুনে  স্থানীয়রা এগিয়ে এলে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। স্থানীয় তাজুল ইসলাম আহত চালক সুমনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাকিবুল হাসান তাকে রংপুর মেডিক্যালে রেফার্ড করেন।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।