ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

গৃহবধূকে এসিড নিক্ষেপ, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
গৃহবধূকে এসিড নিক্ষেপ, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

ঢাকা: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তয়না (২০) নামে এক গৃহবধূর মুখ এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। তবে প্রাথমিকভাবে গ্রেফতার চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (০৯ মার্চ) গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান সতত্য নিশ্চিত করছেন।

তিনি জানান, বহুল আলোচিত পটুয়াখালীর গলাচিপা এলাকার এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান।

আরও পড়ুন>>

>>> পটুয়াখালীতে এসিডে ঝলসে দেওয়া হলো গৃহবধূর মুখমণ্ডল 

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।