বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (০৯ মার্চ) সকালে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রফিকুল ওই এলাকার আলি আজম খানের ছেলে এবং রহমতপুর বাজার এলাকার সেবা মেডিসিন নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
রফিকুলের স্বজন আলি আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল পানির মোটর চালু করতে গিয়ে জানালার একটি বিদ্যুতায়িত গ্রিলে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমএস/কেএআর