কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ মো. নাসির মিয়া (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক নাসির জেলার ভৈরব উপজেলার চন্ডিবেড় দক্ষিণপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে বুধবার দুপুর দেড়টার দিকে জেলার কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে নাসিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, দু’টি মোবাইল ও এক হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। নাসিরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসআরএস