ঢাকা: আগামী ২৮ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। এদিন বিকেল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৮ মার্চ বিকেল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসকে/আরবি